30276

03/17/2025 ইলন মাস্কের চ্যাটবট ব্যবহাকারীদের ‘গালিগালাজ’ করছে!

ইলন মাস্কের চ্যাটবট ব্যবহাকারীদের ‘গালিগালাজ’ করছে!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৭ মার্চ ২০২৫ ১২:৪৩

ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এআই চ্যাটবট গ্রুক নিয়ে শুরু হয়েছে শোরগোল। প্রশ্নের উত্তর দিতে গিয়ে কদর্য ভাষা প্রয়োগের ফলে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে প্রবল অসন্তোষ।

এই ঘটনার সূত্রপাত যখন এই সোশ্যাল মিডিয়ার এক ব্যবহারকারী গ্রুকের প্রশ্নের উত্তরে সময় নেওয়া নিয়ে খানিক রেগে গিয়েই তাকে প্রশ্ন করে বসে। আশ্চর্যজনক ভাবে এই কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট ওই ব্যবহারকারীকে একই ভাষায় পাল্টা জবাব দেয়। এক ব্যক্তি জানতে চান, ‘আমার ১০ জন মিউচুউয়াল ফ্রেন্ডের নাম বলো।’ প্রায় ১৬ ঘণ্টা বাদে ওই ব্যবহারকারীকে কদর্য ভাষায় গ্রুক লেখে, ১০ জন মিউচুউয়াল ফ্রেন্ডের হিসাব দিলাম। একদম সঠিক তথ্য নেই। মেনশনের ওপর ভিত্তি করে বানালাম এবার কান্নাকাটি বন্ধ কর।

অন্য একজন গ্রুককে ‘ইগনোর করিস না গাধা’ বলে অভিহিত করে। সেই কথার প্রেক্ষিতে একইভাবে তাকেও আক্রমণ করে গ্রুক।

এই ঘটনার প্রেক্ষিতে স্ন্যাপডিলের প্রতিষ্ঠাতা কুণাল বহেল এক্সে লেখেন, গত ২৪ ঘণ্টায় যা ঘটল তারপরে এটাই মনে হয় গ্রুকের ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র ভেরিফায়েড মানুষের জন্য ব্যবহার করা উচিত নয়ত এই ধরনের ঘটনা হবেই।

গ্রুককে পৃথিবীর সবথেকে ‘স্মার্ট চ্যাটবট’ বলে সামনে এনেছিল এক্স। আর সেই চ্যাটবটের এই ধরনের ঘটনা সামনে আসার পরেই তা মিম হিসাবে আলোচনা হতে শুরু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]