30340

03/20/2025 শিক্ষার্থী কম, এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল

শিক্ষার্থী কম, এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৫ ১৬:৩২

পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় এইচএসসি ও সমমান পরীক্ষার ১৩টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বাতিল কেন্দ্রগুলোর কোডসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, বাতিল হওয়া কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা কম, যার ফলে কেন্দ্রর ব্যয় ওঠানো কষ্টসাধ্য হয়। একই সঙ্গে শিক্ষকরা যেন আরও ভালো সম্মানী পান এজন্য বাতিল কেন্দ্রের পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে সমন্বয় করা হয়েছে।

বাতিল হওয়া কেন্দ্র

ঝিটকা খাজা রহমত আলী কলেজ, এইচ এম ইনস্টিটিউশন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, সৈয়দ আবুল হোসেন কলেজ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি ও কলেজ, কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয়, ইলিয়াস আহমদ চৌধুরী কলেজ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, হাজী শরীয়ত উল্লাহ ডিগ্রি কলেজ, লালমিয়া সিটি কলেজ, রহিম সাত্তার আইডিয়াল কলেজ, বিক্রমপুর আদর্শ কলেজ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]