বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার বাস্তবায়নের দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
রোববার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গোলটেবিল আলোচনায় ঐক্যজোটের সদস্য সচিব মাও. মো. আল আমিন এ দাবি জানান।
তিনি বলেন, আমাদের দাবি সব ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিকের মতো একযোগে জাতীয়করণ করতে হবে। শুধুমাত্র ১৫১৯টি জাতীয়করণ করলে হবে না। প্রাথমিক বিদ্যালয় যেভাবে জাতীয়করণ হয়েছে, আমরাও ঠিক একইভাবে প্রস্তাবনা দিয়েছি।
এসময় আল আমিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০২৫ চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ প্রদান; রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণের নির্দেশ প্রদানের দাবি জানান।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
গোলটেবিল আলোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাসুদুল হক বলেন, আমরা উপদেষ্টার নির্দেশে কাজ শুরু করেছি। ৭ হাজার মাদ্রাসাকে এমপিও করার জন্য প্রস্তাব ইতোমধ্যেই দিয়েছি। এর জন্য দুই পাতার আইন তৈরি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা সবচেয়ে বঞ্চিত। এখানকার শিক্ষকরা বিনা বেতনে বছরের পর বছর কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে ৮ হাজার দাখিল মাদ্রাসা আছে, সেগুলোতে সংকট চলছে। আমরা জানি, পেটে ভাত না থাকলে কীভাবে চাকরি করবে। ইবতেদায়ী মাদ্রাসার ভবন নাই, বেতন নাই, মানুষ বাচ্চাদের ভর্তিও করায় না। এটা মানবিক সংকট। আমরা আপনাদের দাবি অবশ্যই তুলে ধরব।