30525

03/29/2025 গুলশানে স্পা সেন্টারে র‌্যাবের অভিযান, একাধিক নারী আটক

গুলশানে স্পা সেন্টারে র‌্যাবের অভিযান, একাধিক নারী আটক

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৫ ১৩:০৬

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) চালানো অভিযানে একাধিক নারীকে আটক করা হয়েছে। রোববার (২৩ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিকে অভিযানটি চালানো হয়।

র‌্যাব জানিয়েছে, গুলশান-১ এলাকায় অবস্থিত আরএম সেন্টারের চতুর্থ তলায় থাকা স্পা সেন্টারটি চেক করার পর সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে তারা জানতে পারে। অভিযানে গিয়ে সেন্টারের আড়ালে চলমান অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।

এ সময়, সেখানে কর্মরত একাধিক নারীকে আটক করা হয় এবং স্পা সেন্টারের বিভিন্ন স্থান থেকে অসামাজিক কার্যকলাপের আলামত সংগ্রহ করা হয়। র‌্যাব জানিয়েছে— আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]