30549

03/29/2025 মেহেদি না দিলে আমার কাছে ‘ঈদ’ লাগে না : তিশা

মেহেদি না দিলে আমার কাছে ‘ঈদ’ লাগে না : তিশা

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০২৫ ১৭:৫১

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই উৎসব। সাধারণ মানুষের পাশাপাশি ঈদে শোবিজাঙ্গনও থাকে সরগরম। দেখা যায় অভিনয়শিল্পীদের ধুম ব্যস্ততা।

নতুন সব টিভি নাটক, ওটিটি কনটেন্ট, গান ও সিনেমা মুক্তি পায় এই ধরনের মেগা উৎসবে। পর্দার পাশাপাশি ব্যক্তি জীবনেও ঈদ ব্যস্ততায় থাকেন তারকারা। ঈদকে ঘিরে সবারই পরিকল্পনা থাকে। যেমনটা অভিনেত্রী তানজিন তিশা জানালেন, ঈদে হাতে মেহেদি পরাটা বাধ্যতামূলক তার কাছে।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক কথোপকথনে তিশা ঈদ আয়োজনে নিজের ভালো লাগা ও ব্যস্ততা নিয়ে কথা বলেন। ঈদে রূপচর্চা কেমন হয় সে প্রসঙ্গে তিশা বলেন, ‘আমি যেটা করি ঈদের আগে অফকোর্স ট্রাই করি একটা ফেসিয়াল নেওয়ার। কারণ আমরা টানা শুটিংয়ে থাকি এবং স্কিনের ওপর সব ধকল যায়। সো আমি ট্রাই করি ফেসিয়ালটা করার।’

ঈদে মেহেদি দেওয়া প্রসঙ্গে তিশা বলেন, ‘আই লাভ মেহেদি। সো আমার কাছে মেইন পার্ট হচ্ছে মেহেদি। মেহেদি না দিলে আমার কাছে ঈদ লাগে না। মেহেদি অফকোর্স আমি সেলুনে যাব।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]