30567

04/02/2025 পদ্মায় এক জেলের জালে ২৮ কেজির কাতল

পদ্মায় এক জেলের জালে ২৮ কেজির কাতল

রকমারি ডেস্ক

২৫ মার্চ ২০২৫ ১২:৩৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি অনলাইনে রাজধানীর গুলশানে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দৌলতদিয়ার একটি ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শওকত হালদার তার সঙ্গীদের নিয়ে ভোরে দৌলতদিয়ার ৭ নাম্বার ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে দেখেন একটি বড় কাতল মাছ জালে আটকা পড়েছে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসার পর ওজন করলে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকালে আনু খাঁর আড়তে ২৮ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ২,৪০০ টাকা কেজি দরে মোট ৬৭,২০০ টাকা কিনে নিই। পরবর্তীতে মাছটি বিক্রির জন্য অনলাইনে পোস্ট করলে ঢাকার গুলশানের এক ব্যবসায়ী ২,৫০০ টাকা কেজি দরে ৭০,০০০ টাকায় মাছটি কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য আছে। যে কারণে এই এলাকায় মাছ বেশি থাকে। এখানে পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ সেখানে বিচরণ করে। বড় আকৃতির কাতল মাছ প্রাপ্তির বিষয়টি মৎস্য বিভাগের জন্য ভালো সংবাদ।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]