3057

04/05/2025 আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট

১ আগস্ট ২০২১ ১৬:৩০

গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য রাজধানীর মোহাম্মদপুরের বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, রবিবার (১ আগস্ট) মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, শের শাহশুরি রোড, তাজমহল রোডসহ আশেপাশের এলাকায় এই সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১ আগস্ট রবিবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময় মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, শের শাহশুরি রোড, তাজমহল রোডসহ আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না। এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। একইসঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]