30596

03/29/2025 ফিলিস্তিনে অস্কারজয়ী চিত্র পরিচালকের ওপর হামলা, তারপর গ্রেপ্তার

ফিলিস্তিনে অস্কারজয়ী চিত্র পরিচালকের ওপর হামলা, তারপর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ ২০২৫ ১৬:৪৭

ফিলিস্তিনের অস্কারজয়ী চিত্র পরিচালক হামদান বাল্লালের ওপর হামলা চালিয়েছে ইহুদি বসতিস্থাপনকারীরা। তারপর হামলায় আহত অবস্থাতেই ইসরায়েলি সেনাদের হাতে বন্দি হয়েছেন তিনি।

গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে পশ্চিম তীরের সুসিয়া গ্রামে ঘটেছে এ ঘটনা।

এ বছর ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কার জিতে নেওয়া ‘নো আদার ল্যান্ড’-এর চারজন সহকারী পরিচালকের মধ্যে একজন এই হামদান বাল্লাল। তাকে হামলা ও বন্দি করার সংবাদ বিবিসিকে নিশ্চিত করেছেন তার বন্ধু এবং এই তথ্যচিত্রের অপর সহকারী পরিচালক ইউভাল আব্রাহাম, যিনি নিজে ইসরায়েলের বাসিন্দা ও নাগরিক।

ইউভাল আব্রাহাম জানান, সোমবার সন্ধ্যার দিকে তার বাড়িতে বসতি স্থাপনকারীদের একটি দল হামলা চালায়। এ সময় হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন তিনি।

বিবিসিকে আব্রাহাম বলেন, “আমাদের “নো আদার ল্যান্ড” ছবির সহপরিচালক হামদান বাল্লালকে বসতি স্থাপনকারীদের একটি দল মারধর করে আহত করেছে। তিনি মাথা ও পেটে আঘাত পেয়েছেন। রক্তপাত হয়েছে।”

এই পরিচালক আরও বলেন, “তিনি (হামদান বাল্লাল) অ্যাম্বুলেন্স ডেকেছিলেন, কিন্তু সেখান থেকে ইসরায়েলি সেনারা হামদানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না নেই।”

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আইডিএফের এক মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের অভিযোগে সুসিয়া গ্রাম থেকে ৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কেউ চিত্র পরিচালক রয়েছেন কি না, সে ব্যাপারে তারা নিশ্চিত নন।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে তাদেরকে ইসরায়েলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]