ডোমেইনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://mowca.gov.bd)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে এ বার্তা দেখা যায়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট ভোমেইনটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়েছে। ওয়েবসাইটসহ সংশ্লিষ্ট সেবা পুনরায় চালু করতে ভোমেইনটি নবায়ন করুন। ডোমেইনটি নবায়ন করার জন্যে বাংলা এবং bd ডোমেইনের অনলাইন পোর্টালে লগইন করুন। ডোমেইন অনলাইন পোর্টাল এর লিঙ্ক: https://bdia.btcl.com.bd/
এতে আরও বলা হয়, ডোমেইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সেবা সংক্রান্ত তথ্যপ্রাপ্তির জন্য ডোমেইন অনলাইন প্রোফাইলের তথ্য নিয়মিত হালনাগাদ করুন। যেকোনো সমস্যা, জিজ্ঞাসা এবং সহায়তার জন্যে সাপোর্টে ই-মেইল করুন।
এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বরতদের অবহিত করা হচ্ছে।