30661

04/02/2025 পুণ্য লাভের আশায় ঘাঘট পারে পুণ্যার্থীদের ঢল

পুণ্য লাভের আশায় ঘাঘট পারে পুণ্যার্থীদের ঢল

গাইবান্ধা থেকে

২৭ মার্চ ২০২৫ ১৫:৪৫

সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব গঙ্গা পূজা ও বারুনীর স্নান উৎসব গাইবান্ধার ঘাঘট নদীতে অনুষ্ঠিত হয়েছে। এসময় পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় ঘাঘট পারে পুণ্যার্থীরা ঢল নামে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথিতে মহবারুনীর স্নান উৎসব নদীর পাড়ে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৬টা ২১ মিনিট থেকে শুরু হওয়া স্নান চলে দুপুর ১টা পর্যন্ত।

এতে গাইবান্ধা ব্রীজরোড কালিবাড়ী পাড়া, ভিএইডরোড কালিবাড়ী পাড়া, পশ্চিম পাড়া, গিরিধারী পাড়াসহ বিভিন্ন এলাকার সনাতন সম্প্রদায়ের পুণ্যার্থীরা এই পূজা ও স্নানে অংশগ্রহণ করেন।

এ ছাড়া স্নান করে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পূজা-অর্চনা করে পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ এবং দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেন।

স্নান উপলক্ষ্যে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য রয়েছিল বিশেষ ব্যবস্থা৷ নিয়ম রয়েছে গঙ্গা স্নান করে নদীর তীরে বসে জলপান খেতে হয়, সে জন্য পূর্ণার্থীরা নদীর পাড়ে বসে চিরা, মুড়ি, দইসহ বিভিন্ন প্রকার খাবার খেতে দেখা গেছে।

এসময় সনাতনী সম্প্রদায়ের শতশত পূর্ণার্থীরা ঘাঘট নদীতে গঙ্গা মায়ের চরণে ফুল, ফল, বেলপাতা ও নগদ টাকা দিয়ে ভক্তি নিবেদন করে পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারুনী স্থানে অংশ নেয়।

স্নানকে কেন্দ্র করে নদীর তীরে মেলায় খেলনা, নাক, মুচরী, কান মুচড়ীসহ বিভিন্ন প্রকার জিনিসপত্রের পসরা সাজান দূরদূরান্ত থেকে আসা দোকানিরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]