30668

04/01/2025 আপনাদের ভুগতে হবে

আপনাদের ভুগতে হবে

বিনোদন ডেস্ক

২৭ মার্চ ২০২৫ ১৬:৪৭

অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক কনসার্টে দর্শক-শ্রোতাদের তিন ঘণ্টা অপেক্ষা করিয়ে রীতিমতো গালি শোনেন বলিউডের গায়িকা নেহা কক্কর। সে সময় দর্শক আসন থেকে নেহার দিকে ধেয়ে আসে ‘গো ব্যাক’ স্লোগান। আর তা শুনে মঞ্চে দাঁড়িয়েই কেঁদে দিয়েছিলেন গায়িকা।

শুধু তাই নয়, এরপর নেহার কান্না দেখে দর্শকেরা আবার তাকে মন্তব্য করেন, ‘নাটক করবেন না’। আর এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই মুখ খুললেন নেহা।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, ‘সত্যিটা জানার জন্য অপেক্ষা করুন শুধু। সত্যি জানতে পারলে পরে অবশ্যই আপনি অনুশোচনায় ভুগবেন।’ এর সঙ্গে দুঃখের একটি ইমোজিও জুড়ে দেন গায়িকা।

তবে নেহার বক্তব্য, কোনো যুক্তিসঙ্গত কারণেই তিনি ঠিক সময়ে অনুষ্ঠানে পৌঁছাতে পারেননি। তবে সেই কারণ এখনও প্রকাশ্যে আসেনি।

মেলবোর্ন শহরের অনুষ্ঠানের সেই মঞ্চে কান্নারত নেহা তখন দর্শকদের বলেছিলেন, ‘আমি জীবনে কখনও কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যেটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]