30725

04/06/2025 টি-টোয়েন্টির পর হোয়াইটওয়াশ হয়ে ওয়ানডে সিরিজ হারল পাকিস্তান

টি-টোয়েন্টির পর হোয়াইটওয়াশ হয়ে ওয়ানডে সিরিজ হারল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

৫ এপ্রিল ২০২৫ ১৫:২৬

পাকিস্তানের ব্যর্থতার পালা থামছে না কোনোভাবেই। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়া, এরপর নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে ম্যান ইন গ্রিনরা। মোহাম্মদ রিজওয়ানের দল এরপর মাঠে নেমেছিল ওয়ানডে সিরিজে। তবে একদিনের ক্রিকেট দিয়েও সফলতার দেখা পেল না সফরকারীরা। টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ হেরেছেন বাবর আজমরা।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করা কিউইরা আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ২৬৪ রান। রিস মারিয়ুর ৫৮ ও মাইকেল ব্রেসওয়েলের ৫৯ রানের ইনিংসের সুবাদে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতে কিছুটা লড়াই করলেও বাবর আজম ফিফটি করে আউট হলে শেষ পর্যন্ত আর জয়ের বন্দরে ভিড়তে পারেনি পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম ধাক্কা খায় পাকিস্তান। বলের আঘাতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। এরপর ক্রিজে আব্দুল্লাহ শফিকের সঙ্গী হন বাবর। এ দুজন মিলে গড়েছিলেন ৬৮ রানের জুটি। শফিক ৩৩ রান করে আউট হলে ভাঙে এ জুটি। এরপর ক্রিজে বাবরের সঙ্গী হন উসমান খান। তবে উসমানও ক্রিজে টিকতে পারেননি, তিনি ১২ রান করেই সাজঘরের পথ ধরেন।

এদিকে উসমান আউট হওয়ার পর সাজঘরের পথ ধরেন বাবর আজম। তবে ফেরার আগে ফিফটি করেছেন তিনি। বাবর ফেরার পর সালমান আঘাও ব্যর্থ হন। অধিনায়ক রিজওয়ান দলের হাল ধরার চেষ্টা করেছিলেন, তবে ৩৭ রান করে ফিরেন তিনি। এরপর বলার মত ইনিংস খেলতে পেরেছেন কেবল তৈয়ব তাহির, পাকিস্তানের শেষ ব্যাটার হিসেবে তাহির ৩৩ রান করে আউট হলে ৪৩ রানে হার নিশ্চিত হয় পাকিস্তানের।

এই জয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৬৪ রানের দেখা পায় রিস মারিও ও ব্রেসওয়েলের ফিফটি ছাড়ানো ইনিংসের সুবাদে। এছাড়া হেনরি নিকোলস ৩১ এবং ডেরিল মিচেল করেছেন ৪৩ রান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]