ভারতের উত্তরপ্রদেশের বরেলি এলাকায় বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে নাচতে নাচতে মঞ্চে ঢলে পড়েন এক ব্যক্তি। হাসপাতাল নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মারা যান সেখানেই।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সী ওয়াসিম সারওয়াতের। তিনি পেশায় একজন জুতার ব্যবসায়ী।
জানা গেছে, স্ত্রী ফারাহর সঙ্গে তাদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওয়াসিম। সেই মঞ্চেই স্ত্রীর সঙ্গে নাচতে নাচতেই আচমকা পড়ে যান তিনি।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, দম্পতি মঞ্চে একসঙ্গে নাচছেন। হঠাৎই মাটিতে পড়ে যান ওয়াসিম। আশপাশে থাকা অতিথিরা দ্রুত ছুটে আসেন তাকে তুলতে। কিন্তু কোনো সাড়াশব্দ করেন না তিনি।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ওয়াসিমকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, তিনি আর নেই।
পরিবারের একজন সদস্য বলেন, “চিকিৎসকরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওয়াসিমের মৃত্যুর খবর জানান। পরে তাকে সমাধিস্থ করা হয়।”
 
        
      