30788

04/08/2025 বিয়ে করলেন তারকা জুটি জামিল-মুনমুন

বিয়ে করলেন তারকা জুটি জামিল-মুনমুন

বিনোদন ডেস্ক

৭ এপ্রিল ২০২৫ ১০:৪০

ঈদের পর শোবিজ অঙ্গনে বিয়ের ধুম। গত শুক্রবার বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার। এরপরই খবর আসে বিয়ের পিঁড়িতে বসেছেন ক্রিয়েটর রাবা খান ও সংগীত পরিচালক সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসিন।

তাদের বিয়ের রেশ না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। এর সঙ্গে দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল।

রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে উত্তরায় তাদের বিয়ে সম্পূর্ণ হয় বলে জানা গেছে। তাদের বিয়ের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

এরপর এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন 'আলহামদুলিল্লাহ'।

এ খবর চাউর হতেই জমে ওঠে নেট দুনিয়া। শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা জানাতে থাকেন শুভকামনা। অভিনেত্রী শাহনাজ খুশি ও জিনাত শানু স্বাগতাসহ বেশ কয়েকজন তারকা অভিনয় শিল্পী। অভিনেতার পোস্টেরে মন্তব্যের ঘরে লিখেছেন, অভিনন্দন। ভালোবাসা ও দোয়া তোমাদের জন্য।

দেশের নাট্যাঙ্গনে জনপ্রিয় মুখ জামিল। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে পরিচিত পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরই মধ্যে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে।

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেলিং দিয়ে শোবিজে পথা চলা শুরু মুনের। এরপর নাম লেখান টিভি নাটকে। আল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]