30820

04/08/2025 বৈঠকে বসছে রাশিয়া, চীন ও ইরান

বৈঠকে বসছে রাশিয়া, চীন ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

৭ এপ্রিল ২০২৫ ১৭:৪২

রাশিয়ার রাজধানী মস্কোতে পরমাণু ইস্যুতে ফের বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া, চীন ও ইরান। সোমবার (৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, পরমাণু সংক্রান্ত বিষয়ে ইরান, রাশিয়া এবং চীনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। 

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘আমরা শীঘ্রই নতুন ইইউ পররাষ্ট্র নীতি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করবো।’

তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) এবং আগামীকাল (মঙ্গলবার), মস্কোতে আমাদের ত্রিপক্ষীয় বৈঠক রয়েছে। বৈঠকে চীন, রাশিয়া এবং ইরান পারমাণবিক সমস্যা, জেসিপিওএ এবং রেজোলিউশন ২২৩১ সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।’

জেসিপিওএ মূলত একটি চুক্তি যা ২০১৫ সালে ইরান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ চুক্তি আখ্যা দিয়ে এটি থেকে বেরিয়ে আসেন।

এরপর রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ২০২১ সালের এপ্রিল থেকে চুক্তিটি পুনর্বহাল করার জন্য ইরানের সাথে আলোচনা শুরু করে।

জেসিপিওএ রক্ষার জন্য এই আলোচনা মূলত শুরু হয়েছিল ২০২১ সালের এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। তবে ইরানের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ক্ষেত্রে ওয়াশিংটনের কঠোর অবস্থানের কারণে আলোচনাটি স্থবির হয়ে পড়ে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]