30850

01/13/2026 ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ ও ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ

ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ ও ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালত প্রতিবেদক

৮ এপ্রিল ২০২৫ ১০:০০

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদ করতে ও মিছিলে গুলি করা যুবলীগ কর্মী মো. ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, জুলাই-আগস্টে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলার নির্ধারিত তারিখ ছিল আজ। সেখানে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আসামি। তাকে একদিনের জন্য ইন্টারোগেশন (জিজ্ঞাসাবাদ) করতে সময় চাওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল সময় দিয়েছেন আদালত।

তাজুল ইসলাম বলেন, এই মামলায় আরেকজনকে গ্রেপ্তার করে আজ হাজির করা হয়েছিল। যার বিরুদ্ধে সরাসরি মিছিলে গুলি করার অভিযোগ আছে। আজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে চট্টগ্রামের মামলায় ৪৫৯ জন আহতের খবর পেয়েছি, ৯ জন নিহতের তথ্য পাওয়া গেছে, যেসব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের বাইরে আরও আসামির তথ্য শোনা যাচ্ছে। আসামিদের শনাক্ত করার জন্য আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। তদন্তের স্বার্থে আদালত তিন মাসের সময় দিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]