৭ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন অময় পট্টনায়েক। এবার এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের বাড়িতে অভিযান চালাবেন তিনি। মুম্বাইয়ে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় সহ বাকি তারকারা। অনুষ্ঠানে সালমান,শাহরুখ সম্পর্কে প্রশ্ন করায় ভীষণ বিচক্ষণতার সঙ্গে উত্তর দেন অজয়।
‘রেইড ২’ সিনেমা ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অজয়। সিনেমা প্রসঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় হঠাৎ করেই একজন প্রশ্ন করেন, ‘যদি সালমান খান বা শাহরুখ খানের বাড়িতে আয়কর অভিযান পরিচালনা করতে হয় তাহলে আপনি কী করবেন?’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অজয় বলেন, ‘আমি একজন আয়কর অফিসারের ভূমিকায় অভিনয় করছি। আমি নিজে আয়কর অফিসার নই। অভিযান কীভাবে পরিচালনা করতে হয় তা জানার কথা নয় আমার।’
অজয় আরও বলেন, ‘সালমান বা শাহরুখের বাড়িতে যদি আয়কর অভিযান চালানো হয় তাহলে আমি আমার বাড়িতে বসে থাকব। ঠিক একইভাবে যখন আমার বাড়িতে আয়কর অভিযান চালানো হবে, তারা তাদের বাড়িতে বসে থাকবেন, এর থেকে বেশি আমাদের কিছু করার নেই।’
রাজকুমার গুপ্ত পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষ্ণ কুমার। এই সিনেমায় অজয় এবং রীতেশ ছাড়াও অভিনয় করবেন বাণী কাপুর। অভিনয় করবেন রবিনা ট্যান্ডন, রজত কাপুর এবং সৌরভ শুক্লা।
ট্রেলারে দেখা যাচ্ছে, অজয়কে প্রথমে ঢুকতে দেওয়া হয় না কিন্তু তারপর যখন দেখা যায় অজয়ের পেছনে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো সরকারি কর্মচারী, তখন বাধ্য হয়ে দরজা খুলে দেন রীতেশের কর্মচারীরা। রীতেশ একজন শক্তিশালী রাজনীতিবিদ, যিনি বাড়িতেই কালো টাকা লুকিয়ে রেখেছেন বলে দাবি করেন অজয়। কিন্তু হাজার চেষ্টা করেও সেই টাকা উদ্ধার করা যায় না।