30984

04/14/2025 বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৬৯ জন

বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৬৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল ২০২৫ ১৭:২২

বাহরাইনে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দেশটির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলাদেশের সময়সূচির সঙ্গে মিল রেখে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ স্কুল বাহরাইন কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী, গভর্নিং বডির সদস্যরা এবং প্রবাসী সাংবাদিকেরা।

এ সময় রাষ্ট্রদূত পরীক্ষার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ বছর বাংলাদেশ স্কুল কেন্দ্র থেকে মোট ৬৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ জন অনিয়মিত পরীক্ষার্থী, যারা ২০২৪ সালে অকৃতকার্য হয়েছিল।

পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে দূতাবাস এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ, আর অভিভাবকেরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]