31023

04/16/2025 ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল ২০২৫ ১৬:২৮

ইউক্রেনের সামি অঞ্চলে রোববার (১৩ এপ্রিল) সকালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সামির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর পর জানান, রুশ বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। যাদের যুদ্ধের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বিশ্ববাসীকে ‘কঠোর প্রতিক্রিয়ার’ আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকটি পোড়া গাড়ি পড়ে রয়েছে। এছাড়া সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

ইউক্রেন গত কয়েকদিন ধরে সতর্কতা দিয়ে আসছে, তাদের সামি অঞ্চল দিয়ে এগিয়ে আসতে পারে রুশ বাহিনী। তাদের এমন সতর্কতার মধ্যেই সামিতে ভয়াবহ মিসাইল হামলার ঘটনা ঘটল।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আলোচনার টেবিলে আনেন। তবে এই আলোচনা এখনো সফল হয়নি। ইউক্রেনের অভিযোগ যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার পক্ষে অবস্থান করছে। সামিতে হামলার পর ইউক্রেনীয়রা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। সেরহি স্টারনেনকো নামে এক ব্যক্তি এক্সে লিখেছেন, “রোববার : ইস্টারের আগে খ্রিষ্টান ছুটির দিন। সামিতে বেসামরিকদের ওপর বর্বর হত্যাকাণ্ড। রাশিয়া ইচ্ছাকৃতভাবে এটি করেছে। কিন্তু কিছু ভাববেন না স্টিভ উইটকোফ (ট্রাম্পের দূত) পুতিনকে ধন্যবাদ জানাবে এবং তার রক্তাক্ত হাত লেহন করবে।”

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]