31031

04/23/2025 নাসা গ্রুপের পরিচালক নাসরিন ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

নাসা গ্রুপের পরিচালক নাসরিন ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

আদালত প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২৫ ১৭:১২

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী নাসরিন ইসলামের বিরুদ্ধে ২০ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন।

দুদক জানায়, নাসা গ্রুপের পরিচালক নাসরিন ইসলাম ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]