31064

04/19/2025 ১৫১ বোতল বিদেশি মদসহ যাত্রাবাড়ীতে মাদক কারবারি গ্রেপ্তার

১৫১ বোতল বিদেশি মদসহ যাত্রাবাড়ীতে মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৫ ১৩:২০

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫১ বোতল বিদেশি মদসহ মো. সিরাজুল মল্লিক ওরফে সিরাজ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগ।

সোমবার (১৪ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান,

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক কারবারি নারায়ণগঞ্জ থেকে একটি ট্রাকযোগে মাদকসহ গুলিস্তান এলাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযানে যায় ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পরে যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ট্রাকটি শনাক্তের পর ডিবির টিম ট্রাকটিকে থামার সংকেত দেয়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে চালকের সিটের পেছনের বস্তার ভেতর বিভিন্ন ব্র্যান্ডের ১৫১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় সিরাজুল মল্লিক ওরফে সিরাজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত সিরাজুল মল্লিক দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা সিলেট ও কুমিল্লা থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে যাত্রাবাড়ী এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করেছেন।

গ্রেপ্তার সিরাজুল মল্লিকের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]