31082

04/16/2025 লাল কার্ড দেখার পর ক্ষমা চেয়েছেন এমবাপে

লাল কার্ড দেখার পর ক্ষমা চেয়েছেন এমবাপে

ক্রীড়া ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫ ১৭:১০

লা লিগায় আলাভেসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, তবে ম্যাচের মূল আলোচনায় ছিলেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে একটি শক্ত ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখেন এই ফরাসি তারকা। ম্যাচ শেষে রিয়াল সহকারী কোচ ডেভিড আনচেলত্তি বলেন, এমবাপে "তার ভুল বুঝতে পেরেছে" এবং ক্ষমা চেয়েছে।

৩৮তম মিনিটে আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে ফাউল করেন এমবাপে। প্রথমে তাকে হলুদ কার্ড দেখানো হলেও, ভিএআর পর্যালোচনার পর রেফারি সিজার সোটো গ্রাদো সিদ্ধান্ত বদলান এবং লাল কার্ড দেখান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। ম্যাচ রিপোর্টে রেফারি উল্লেখ করেন, এমবাপে "অতিরিক্ত বলপ্রয়োগ" করেছেন।

মূল কোচ কার্লো আনচেলত্তি নিষেধাজ্ঞায় থাকায় সেদিন বেঞ্চে দায়িত্ব পালন করেন তার ছেলে ডেভিড আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, "আমি এখনো ওর (এমবাপে) সঙ্গে কথা বলিনি। তবে প্রথমেই বলি, এমবাপে সহিংস খেলোয়াড় নয়। ও ক্ষমা চেয়েছে, ও জানে সে কী করেছে। এটা লাল কার্ড এবং তার শাস্তি হয়েছে। তবে ওর প্রতি বারবার ছোট ছোট ফাউলই হয়তো এমন প্রতিক্রিয়া এনে দিয়েছে। যদিও এমন প্রতিক্রিয়া কাম্য নয়।"

ক্লাব-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ম্যাচ শেষে এমবাপে আলাভেস খেলোয়াড় ব্লাঙ্কোর কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে রিয়াল মাদ্রিদ একথাও জানিয়েছে, তারা এমবাপের লাল কার্ড মেনে নিলেও ভিএআরের সমান কার্যকারিতা চান সব ম্যাচেই।

ফেব্রুয়ারিতে এসপানিওলের বিপক্ষে এক ম্যাচে এসপানিওলের কার্লোস রোমেরো এমবাপের ওপর ফাউল করেও কেবল হলুদ কার্ড পান, যা লাল কার্ডে উন্নীত হয়নি। সেই ঘটনার পর রিয়াল মাদ্রিদ স্প্যানিশ রেফারিং সংস্থা সিটিএ’র সঙ্গে ভিএআর অডিও শুনতে চেয়েছিল।

লা লিগার নিয়ম অনুযায়ী, এমন ফাউলের জন্য এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে। যদি ফাউল গুরুতর ঝুঁকি তৈরি করে কিন্তু ইনজুরি না হয়, তবে সাধারণত দুই ম্যাচের নিষেধাজ্ঞাই দেওয়া হয়।

ম্যাচের একমাত্র গোলটি করেন এদুয়ার্দো কামাভিঙ্গা, এমবাপের লাল কার্ডের ঠিক চার মিনিট আগে। পরে আলাভেসও দশ জনের দলে পরিণত হয়—৭০তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ওপর উচ্চতা-নির্ভর ট্যাকলের জন্য লাল কার্ড দেখেন ম্যানু সানচেজ।

এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে। বুধবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে তারা, যেখানে ৩-০ গোলের ঘাটতি পুষিয়ে দেওয়াই এখন প্রধান লক্ষ্য।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]