31098

04/16/2025 নাগরদোলায় চড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নাগরদোলায় চড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

জেলা সংবাদদাতা, নোয়াখালী

১৫ এপ্রিল ২০২৫ ১২:৩২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনার পর নোয়াখালী জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত মো. শাকিবকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম লাকী বেগম (১৯)। তার স্বামীর নাম মো. শাকিব। লাকী বেগমগঞ্জের উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনছুর আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে নাগরদোলায় অনেক দর্শনার্থী ওঠেন। নাগরদোলা চলাকালে এক ব্যক্তি পাশের এক নারীর গলায় ছুরিকাঘাত করেন। এতে গলার বেশ কিছু অংশ কেটে যায়। স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত লাকী বেগমের মা শেফালী বেগম বলেন, “এক বছর আগে লাকীর সঙ্গে শাকিবের বিয়ে হয়। ১৫ দিন আগে দুইজন আমাদের বাড়িতে আসে। রবিবার দুইজনের মধ্যে ঝগড়া হয়। গতকাল সন্ধ্যায় লাকীকে নিয়ে মেলায় যায় শাকিব। পরে আমরা লাকীকে ছুরি মেরে হত্যার খবর পাই। আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল।”

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) লিটন দেওয়ান বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত শাকিবকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]