31101

04/16/2025 মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন সুয়ারেজ

মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক

১৫ এপ্রিল ২০২৫ ১৩:১৩

২০২২ কাতার বিশ্বকাপ জিতে লিওনেল মেসির ক্যারিয়ার পেয়েছিল পূর্ণতা। দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। মেসি সেই টুর্নামেন্টে খেলবেন কী খেলবেন না, সে নিয়েই আছে নানা জল্পনা কল্পনা। সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুললেন লুইস সুয়ারেজ।

মেসি এখনই অবসর নিচ্ছেন না, অন্তত ২০২৬ বিশ্বকাপটা খেলতে চান বলে ‘ওভাসিওন’কে জানালেন সুয়ারেস। গত বিশ্বকাপ শেষে মেসি নিজেই বলেছিলেন, ‘২০২২ বিশ্বকাপই আমার শেষ।’ কিন্তু সময় যত গড়িয়েছে ততই বদলেছে ধারণাটা। ফর্ম, ফিটনেস সবকিছু ধরে রেখে এখনও আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মেসি। তাহলে ২০২৬ বিশ্বকাপটা খেলবেন না কেন?

সেই কথাই জানালেন সুয়ারেস, ‘অবসর? মেসি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলার ইচ্ছে জানিয়েছে।’

২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন মেসি। চলতি এমএলএস মৌসুমে ইতোমধ্যে ১০ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। তার পারফরম্যান্সে ভর করে প্রথমবারের মতো ক্লাবটি উঠেছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে। সুয়ারেজ বলেন, ‘আমি ক্লাবের এই মুহূর্তের জন্য খুশি... দলের অগ্রগতি দেখে আমি খুবই রোমাঞ্চিত এবং উপভোগ করছি।’

২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও মেসি সাম্প্রতিক বাছাই পর্বের কিছু ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে আকাশী-সাদা জার্সিতে তার ফেরার ইচ্ছাটা স্পষ্ট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]