31457

04/27/2025 ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম

জেলা সংবাদদাতা, মুন্সিগঞ্জ

২৬ এপ্রিল ২০২৫ ১৮:৫৯

নিজ হাতে ধান কেটে মুন্সিগঞ্জের শ্রীনগরের প্রাচীন ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের মাসব্যাপী ধান কাঁটা উৎসব উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সরকার নির্ধারিত মূল্যে ৩৬ টাকা কেজিতে কৃষক এবার ধান বিক্রি করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরে আড়িয়াল বিলের প্রান্তিক ধান চাষিদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে বিলের কৃষকদের নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন ধান চাষিরা। এরপর দ্রুত বিলের অবৈধভাবে মাটিকাটা বন্ধ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে, আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।

এছাড়া আড়িয়াল বিল ঘিরে স্থানীয় খালগুলো দ্রুত খননের উদ্যোগ নেয়া হবে বলেও জানান উপদেষ্টা।

তিনি বলেন, আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে শিগগিরই নেয়া হবে স্থায়ী ব্যবস্থা।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খাঁন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্তসহ আরও অনেকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]