31561

04/30/2025 রোহিঙ্গাদের ভোটার থেকে বাদ দিতে কর্মপন্থা নির্ধারণে বসছে ইসি

রোহিঙ্গাদের ভোটার থেকে বাদ দিতে কর্মপন্থা নির্ধারণে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৫ ১০:৫৫

কক্সবাজারের সব ইউনিয়নে কত রোহিঙ্গা আছে, তা বের করে ভোটার তালিকা থেকে বাদ দিতে কর্মপন্থা নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়টি নিয়ে বৈঠক করবে ইসি।

ইসির উপ-সচিব (সংস্থাপন) শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, বর্তমান ইসির চতুর্থ কমিশন সভা ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠেয় ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, রিট পিটিশন নং ৪৬১৫/২০২৪ এর আদেশ অনুযায়ী কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে তালিকায় কোনো রোহিঙ্গা শরণার্থী অন্তর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে।

সম্প্রতি সিইসি নিজেও গণমাধ্যমকে বলেছেন, কক্সবাজারে ভোটার হালনাগাদ পরিদর্শন করতে গিয়ে জেনেছেন, অনেকেই অসৎ উদ্দেশ্যে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। আবার অনেকে দেশের নাগরিক হয়েও রোহিঙ্গা হিসেবে পরিচয় দিচ্ছে রিলিফ পাওয়ার আশায়।

ইসি কর্মকর্তারা বলছেন, কেবল কক্সবাজার নয়, বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলাকে ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষণা করে পৃথক নীতিমালার আলোকে ভোটার কার্যক্রম পরিচালনা করে ইসি। তারপরও অনেকে এই তালিকায় ঢুকে যান। এর আগেও সময় সময় স্বউদ্যোগে রোহিঙ্গা ধরতে কার্যক্রম হাতে নেয় সংস্থাটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]