31583

05/01/2025 বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে বক্স বাজালে ব্যবস্থা গ্রহণের দাবি

বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে বক্স বাজালে ব্যবস্থা গ্রহণের দাবি

রাজশাহী ব্যুরো

৩০ এপ্রিল ২০২৫ ১৭:১৪

বিয়েসহ যেকোনো সামাজিক অনুষ্ঠানে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজালে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক মুহা. আহসান হাবিব। আলোচক ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুব্রত ঘোষ।

এসময় পরিবেশ অধিদফতর জেলা অফিসের সহকারী পরিচালক কবির হোসেনসহ বিভিন্ন সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, শব্দদূষণ নীরব ঘাতক। গাড়ির হর্ন মারাত্মক ক্ষতি করে, মানুষের মৃত্যুও হতে পারে। এটি দণ্ডনীয় অপরাধ। প্রথমবার এই অপরাধে অনধিক এক মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। দ্বিতীয় বার একই অপরাধ করলে অনধিক ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।

সভায় আরও জানানো হয়, ৫০ ডেসিবেলের বেশি শব্দ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ৬৫ ডেসিবেলের বেশি শব্দ হলে যেকোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে মানুষের। আর ১২০ ডেসিবেলের বেশি সাউন্ড হলে শ্রবণশক্তি অকেজো হতে পারে। শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক উভয়ই ক্ষতি হয়।

এসময় একজন শিক্ষক বলেন, শহর ও গ্রামগঞ্জে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠান হয় বিয়ের। এত জোরে শব্দ হয় যে, সাউন্ড এসে বুকে লাগে। বিষয়টি দেখা দরকার। উৎসব ও আতশবাজিতে শব্দদূষণ হয়। সভায় নগরীতে মোটরসাইকেল বাইকারদের অহেতুক হর্ন নিয়ে কথা বলেন অংশীজনরা।

সভার সভাপতি পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক মুহা. আহসান হাবিব বলেন, এগুলো খুব ভয়াবহ ব্যাপার। আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজে বুঝতে হবে, পরিবারকে বুঝাতে হবে।

এসময় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, কানে হেয়ার পড ব্যবহার করলে কান শেষ হয়ে যাবে। কিন্তু ইয়াংরা বুঝছে না। ইয়াংদের অনুরোধ করব, মোটরসাইকেল স্পিডে চালিয়ে অ্যাকসিডেন্ট করার মধ্যে কোনো সফলতা নেই। আমরা কোনো মোটরসাইকেলকে ছাড় দেব না। পুলিশকে বলব, মোটরসাইকেল নিয়ে কাউকে বাহাদুরি করার সুযোগ দেবেন না।

সর্বসাধারণের উদ্দেশে তিনি বলেন, যত পারবেন সাউন্ড কমাবেন। রাতে ঘুমাবেন, লাইট অফ করে ঘুমাতে হবে, টিভি বন্ধ করে ঘুমাতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]