31590

05/01/2025 রাজধানীতে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীতে সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৫ ১৮:৪০

রাজধানীতে আব্দুল্লাপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। তারা হলেন-শাহিন (৩১) ও সঞ্জিত রাজবংশী (৩৫)। শাহিনের গ্রামের বাড়ি পাবনায় এবং সনজিতের মানিকগঞ্জ জেলায়।

বুধবার (এপ্রিল) রামপুরা মোল্লা টাওয়ারের সামনে রাস্তায় বাস আটকে তাদের গ্রেফতার করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তরের উপ-পরিচালক শামীম আহমেদ।

এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে আব্দুল্লাহপুরগামী শ্যামলী পরিবহনের ক্লাসিক একটি বাস তল্লাশিকালে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে টিমের সদস্য।

তিনি আরও জানান, একটি শপিং ব্যাগের মধ্যে স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭৮টি সাদা জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর ছিল ইয়াবাগুলো। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ৭৮ প্যাকেটে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে দুটি ফোন জব্দ করে অভিযান টিম।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, কক্সবাজার থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আন্তঃজেলা বাসের পরিবহন শ্রমিকদের একটি অংশ মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে, যার মাধ্যমে মাদকের বিস্তার ঘটছে।

এ ঘটনায় হাতিরঝিল থানায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]