31638

05/04/2025 ইবরাহিম (আ.) মক্কা শহরের জন্য যে দোয়া করেছিলেন

ইবরাহিম (আ.) মক্কা শহরের জন্য যে দোয়া করেছিলেন

ধর্ম ডেস্ক

৪ মে ২০২৫ ১১:৩৮

হজরত ইবরাহিম আ.-কে খলিলুল্লাহ বলা হয়। তিনি এই উপাধী পেয়েছিলেন দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর। জীবনের শুরু থেকেই আল্লাহ তায়ালা তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন।

জীবনের শুরুতেই তিনি বেড়ে উঠেছিলেন খোদাদ্রোহী, পৌত্তলিক পরিবেশে। সমাজ-পরিবেশের বিরুদ্ধে গিয়ে তিনি তাওহীদের সন্ধান পেয়েছিলেন। আল্লাহ তায়ালা তাকে নবুয়ত দান করেছিলেন। তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন, কিন্তু ডাকে সাড়া না দিয়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তারা।

এখান থেকে মুক্তি লাভ করে পরিবার নিয়ে হিজরত করেন তিনি। পরিবারকে নির্জন মরুতে রেখে আসার নির্দেশ দেন আল্লাহ তায়ালা। নির্জন অঞ্চলে পরিবারকে রেখে আসার সময় আল্লাহ তায়ালার কাছে মক্কা নগরীর জন্য দোয়া করেন ইবরাহিম আ.। সেই দোয়ায় তিনি এই নগরীর বাসিন্দাদের জন্য শান্তি, প্রশান্তি, নিরাপত্তা, সুখ সমৃদ্ধি কামনা করেন।

মক্কা নগরী নিয়ে ইবরাহিম আ.-এর দোয়াটি সংরক্ষিত রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারায়। দোয়াটি হলো—

رَبِّ اجۡعَلۡ ہٰذَا بَلَدًا اٰمِنًا وَّارۡزُقۡ اَہۡلَہٗ مِنَ الثَّمَرٰتِ مَنۡ اٰمَنَ مِنۡہُمۡ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ قَالَ وَمَنۡ کَفَرَ فَاُمَتِّعُہٗ قَلِیۡلًا ثُمَّ اَضۡطَرُّہٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ

হে আমার প্রতিপালক! এটাকে এক নিরাপদ নগর বানিয়ে দাও এবং এর বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনবে তাদেরকে বিভিন্ন রকম ফলের রিযক দান কর। আল্লাহ বললেন, এবং যে ব্যক্তি কুফর অবলম্বন করবে তাকেও আমি কিছু কালের জন্য জীবন ভোগের সুযোগ দেব, (কিন্তু) তারপর তাকে হিঁচড়ে নিয়ে যাব জাহান্নামের শাস্তির দিকে এবং তা নিকৃষ্টতম ঠিকানা। (সূরা বাকারা, আয়াত : ১২৬)

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]