31672

05/05/2025 উদ্ধার হলো বনলতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি

উদ্ধার হলো বনলতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি

রাজশাহী ব্যুরাে

৫ মে ২০২৫ ১০:৩২

আড়াই ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রেলওয়ের কর্মীরা। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। এরপরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা দীর্ঘক্ষণ স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করে। কেউ কেউ বিকল্প বাসে নিজ নিজ গন্তব্যে যাত্রা করেছে।

জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটির ঠ বগি লাইনচ্যুত হয়েছে। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]