31683

05/05/2025 আলোচনায় নতুন আর্জেন্টাইন বিস্ময়বালক, দলে নিতে মরিয়া রিয়াল মাদ্রিদ

আলোচনায় নতুন আর্জেন্টাইন বিস্ময়বালক, দলে নিতে মরিয়া রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

৫ মে ২০২৫ ১৪:২৬

দিন কয়েক আগে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি থিয়েরি অঁরি আচমকাই সামনে নিয়ে আসেন ফ্রাংকো মাস্তান্তুয়োনোর নাম। ১৭ বছরের এই বিস্ময়বালককে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান ফ্রেঞ্চ এই কিংবদন্তি স্ট্রাইকার। বোকা জুনিয়র্স বনাম রিভারপ্লেটের সুপার ক্লাসিকো জিতিয়েছিলেন মাস্তান্তুয়োনো। এরপরেই তার প্রশংসায় পঞ্চমুখ হন অঁরি।

টেলিভিশনে কথা বলতে গিয়ে অঁরি বলেছিলেন, ‘আমরা ভাবি মেসি, ক্রিশ্চিয়ানো, ম্যারাডোনা কিংবা পেলে থেকে কেউ ভালো হতে পারবে না… এরপরেই লামিনে ইয়ামাল আসলো। আর্জেন্টিনায় একটা নতুন ছেলে আছে, মাস্তান্তুয়োনো, রিভারপ্লেটের হয়ে খেলে সে। আর এখনই সে বোকা (জুনিয়র্স)-এর বিপক্ষে ফ্রি-কিক থেকে ক্লাসিকো ম্যাচ জেতাচ্ছে।’

থিয়েরি অঁরির এমন মন্তব্যের পরেই ফুটবল বিশ্বের বড় ক্লাবগুলোর রাডারে চলে আসেন আর্জেন্টিনার ১৭ বছর বয়েসী তারকা ফ্রাংকো মাস্তান্তুয়োনো। আর সবার আগেই তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে থাকা সান্তিয়াগো সোলারি চান ফ্রাংকোকে অতি দ্রুত রিয়াল মাদ্রিদে আনতে।

স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ১৭ বছর বয়েসী এই তরুণকে বেশ আশাবাদী সোলারি। এর আগে ফেদে ভালভার্দেকেও রিয়াল মাদ্রিদের মূল একাদশে এনেছিলেন সোলারি। এমনকি তিনি অন্তর্বর্তী কোচ থাকা অবস্থাতেই ব্রাজিল থেকে ভিনিসিয়ুস জুনিয়রকে দলে টেনেছিল রিয়াল মাদ্রিদ। অতীতের অভিজ্ঞতা থেকে এবার মাস্তান্তুয়োনোকেও রিয়ালের সাদা জার্সিতে আনতে চান সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার সোলারি।

কিন্তু সোলারি বা রিয়াল মাদ্রিদের জন্য কাজটা সহজ হচ্ছে না। এরইমাঝে দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেড বৈঠক করেছে তার সঙ্গে। যদিও মাস্তান্তুয়োনো দুইবারই ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো। আগ্রহীর তালিকায় আছে পিএসজি এবং ম্যানচেস্টার সিটিও।

রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় পারদর্শী মাস্তান্তুয়োনোকে ছাড়তে রাজি নয় রিভারপ্লেটও। সাম্প্রতিক সময়ে এনজো ফার্নান্দেজ কিংবা ক্লদিও এচেভেরির মতো উদীয়মান প্রতিভাকে বেশ ভালোভাবেই নিজেদের সম্পদ হিসেবে গড়ে তুলেছে রিভারপ্লেট। মাস্তান্তুয়োনোকেও আপাতত ছাড়তে রাজি না তারা।

জানা গিয়েছে ২০২৫ সালের পুরোটা সময়ই ১৭ বছরের এই বিস্ময়বালককে রেখে দিতে চায় রিভারপ্লেট। এমনকি তার রিলিজ ক্লজ বাড়ানো হবে বলেও জানা গিয়েছে রিভারপ্লেটের পক্ষ থেকে। কিন্তু ইউরোপিয়ান ক্লাবগুলোর ক্রমাগত আগ্রহের মুখে ঠিক কতদিনের জন্য মাস্তান্তুয়োনোকে ধরে রাখতে পারে আর্জেন্টাইন এই ক্লাব– সেটাই এখন দেখার অপেক্ষা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]