31837

05/10/2025 এই গরমে স্মার্টফোন অত্যাধিক হিট কলে করণীয় কী?

এই গরমে স্মার্টফোন অত্যাধিক হিট কলে করণীয় কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১০ মে ২০২৫ ১২:২৪

গরমকালে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। বিশেষ করে যখন আপনি দীর্ঘ সময় ধরে গেম খেলছেন। ভিডিও দেখছেন বা অনেক অ্যাপস একসঙ্গে চালাচ্ছেন। অতিরিক্ত গরম হলে ফোনের পারফরম্যান্স কমে যেতে পারে, এমনকি ক্ষতিও হতে পারে। জানুন এই গরমে আপনার স্মার্টফোন অত্যাধিক হিট হলে কী করবেন।

অতিরিক্ত গরম থেকে স্মার্টফোন রক্ষার উপায়-

সরাসরি রোদ এড়িয়ে চলুন

ফোন কখনোই সরাসরি রোদে রাখবেন না, গাড়ির ড্যাশবোর্ডে রেখে যাবেন না। এতে ফোন দ্রুত গরম হয়ে যায়।

ফোনের কভার খুলে দিন

গরমের সময় হেভি কাজ করলে ফোন কেস খুলে রাখলে তাপ দ্রুত বের হতে পারে।

অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করুন

ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো বন্ধ করে দিন। এগুলো ফোনের প্রসেসর ব্যবহার করে এবং গরম বাড়ায়।

স্ক্রিন ব্রাইটনেস কমান

উচ্চ ব্রাইটনেসও গরমের কারণ হতে পারে। স্বাভাবিক রাখুন।

চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করা

চার্জিং অবস্থায় ফোন ব্যবহার করলে দ্রুত হিট হয়। চার্জ শেষ হলে ব্যবহার করুন।

গেম বা হেভি অ্যাপ ব্যবহারে বিরতি দিন

একটানা গেম খেলা বা ভিডিও এডিটিং করলে ফোন হিট হয়। মাঝে মাঝে বিরতি নিন।

এয়ারপ্লেন মোড চালু করুন বা রিস্টার্ট দিন

অতিরিক্ত গরম হয়ে গেলে ফোনকে রিফ্রেশ করার জন্য রিস্টার্ট দিন বা কিছু সময় এয়ারপ্লেন মোডে রাখুন।

তাপমাত্রা মনিটর অ্যাপ ব্যবহার করুন

ফোনের তাপমাত্রা মনিটর করতে অ্যাপ ব্যবহার করতে পারেন যেমন: “CPU-Z”, “Cooler Master” ইত্যাদি।

ফার্মওয়্যার ও অ্যাপ আপডেট রাখুন

অনেক সময় পুরনো সফটওয়্যার ত্রুটির কারণে ফোন হিট করে। আপডেট দিলে সমস্যা কমে।

ব্যাটারি বা হার্ডওয়্যার সমস্যা হলে সার্ভিস সেন্টারে যান

যদি বারবার গরম হয়, তাহলে হার্ডওয়্যারের সমস্যা হতে পারে। সার্ভিস সেন্টারে দেখানো ভালো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]