31897

05/12/2025 রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আয়োজনে প্রস্তুত তুরস্ক

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আয়োজনে প্রস্তুত তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে ২০২৫ ১৮:২৭

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির জন্য আলোচনা আয়োজনে তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে তিনি এ কথা জানান। খবর ডেইলি সাবাহ’র।

এর আগে শনিবার রাশিয়ার সঙ্গে ৩০ দিনের একটা নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। ইউরোপের শীর্ষ নেতারা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।

এর পরই রোববার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কে বৃহস্পতিবার থেকে সরাসরি আলোচনা শুরু করার প্রস্তাব দেন।

যে প্রস্তাবে ইতোমধ্যে সাড়াও দিয়েছেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় রোববার নিশ্চিত করে বলেছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও ফোনালাপে একই বার্তা দেন এরদোগান।

এ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় একটি ঐতিহাসিক মোড় সামনে এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং তুরস্ক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। যার মধ্যে রয়েছে আলোচনার আয়োজন করাও গুরুত্বপূর্ণ—যাতে একটি যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]