32008

05/16/2025 আবারও দেশভক্তির প্রমাণ দিলেন অক্ষয়

আবারও দেশভক্তির প্রমাণ দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক

১৫ মে ২০২৫ ১১:২৪

পেহেলগামে সন্ত্রাসী হামলার পরে গর্জে উঠেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের পর ‘জয় মহাকাল’ ধ্বনি দিয়ে সেনাবাহিনীর জয়গান গেয়েছিলেন তিনি।

এবার ভারত-পাক সংঘাতের আবহে আবারও দেশের অতন্দ্রপ্রহরী জওয়ানদের উৎসর্গ করে নতুন এক কাণ্ড ঘটালেন অক্ষয় কুমার। যেই দেশভক্তির জেরে ভারতীয়দেরও মন জয় করে নিলেন বলিউড খিলাড়ি।

গত বছরই ‘কানাডিয়ান কুমার’ তকমা ঘুচিয়ে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অক্ষয় কুমার। তার জন্য কম কাঠখড় পোহাতে হয়নি অভিনেতাকে। দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে তাকে দেশের নাগরিকত্ব প্রাপ্তির জন্য।

তবে ভারতীয় পরিচয়পত্র না থাকলেও বলিউডের পর্দায় বরাবর দেশমাতৃকার জন্য নিজেকে সঁপে দিয়েছেন অক্ষয় কুমার। আর বর্তমানে যখন দেশের জন্য সীমান্তে জীবন বাজি রেখে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে সেনাবাহিনী, তখন তাদের উৎসর্গ করে ভারতীয় পতাকা ওড়ালেন বলিউড খিলাড়ি।

নিজের সোশাল মিডিয়ার প্রোফাইলের ছবিটাই বদলে দিয়েছেন অভিনেতা। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে অক্ষয় কুমারের এক্স হ্যান্ডেল, সর্বত্র উঁকি দিলেই চোখে পড়বে ‘ডিপি’তে জ্বলজ্বল করতে থাকা ভারতীয় পতাকা।

আবারও তিনি বুঝিয়ে দিলেন শুধু পর্দায় নয়, বাস্তবেও তিনি ‘সাচ্চা দেশভক্ত’। অক্ষয়ের এমন পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীমহল।

কেউ বলছেন, প্রোফাইলে তেরেঙ্গা মনে ভারত। আবারও দেশপ্রেমের উদাহরণ তৈরি করলেন অক্ষয়। আবার কেউ বা মনোজ কুমারের যোগ্য উত্তরসূরী বলে প্রশংসা করে ‘ভারত কুমার ২’ বলেও সম্বোধন করলেন।

বলিউডে দেশাত্মবোধক সিনেমা হলেই বর্তমানে ডাক পড়ে অক্ষয় কুমারের। রগরগে অ্যাকশনের বাইরে গিয়ে এযাবৎকাল একাধিক দেশপ্রেমের গাথায় ‘হিরো’ হিসেবে নিজেকে তুলে ধরেছেন খিলাড়ি।

‘মিশন মঙ্গল’, ‘কেশরী’, ‘স্কাই ফোর্স’, ‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে ফিল্মি ক্যারিয়ারে একাধিক ছবিতে দেশের জয়গান গেয়েছেন অক্ষয়। সেই তালিকার নবতম সংযোজন ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’।

ঠিক যেন ষাট-সত্তরের দশকের ভারত কুমারের ছায়া তার মধ্যে। মনোজ পরবর্তী অধ্যায়ে অক্ষয় যে নিষ্ঠার সঙ্গে পর্দায় দেশপ্রেম উসকে দেওয়ার দায়িত্ব পালন করছেন, তা বলাই বাহুল্য। এবার ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে জওয়ানদের উৎসর্গ করে ‘তেরেঙ্গা ওড়ালেন’ খিলাড়ি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]