32040

05/17/2025 প্রতিদিন একটি আম খেলে কী হয়?

প্রতিদিন একটি আম খেলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক

১৭ মে ২০২৫ ১২:০৬

নিঃসন্দেহে আম আমাদের সবচেয়ে প্রিয় ফলের মধ্যে একটি। গ্রীষ্মকালে এই ফল প্রতিদিন খাওয়ার নানা বাহানা খুঁজতে থাকি। প্রতিদিন আম খাওয়া কি উপকারী নাকি ক্ষতিকর সেই ভাবনা থেকেই যায়। ভুলে যাবেন না যে আমে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা কারও কারও জন্য চিন্তার কারণ হতে পারে। তবে প্রতিদিন একটি আম খেলে তা স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং এটি বেশ উপকারী হতে পারে। প্রতিদিন একটি আম খাওয়ার ৪টি স্বাস্থ্য উপকারিতা জেনে নিন-

১. ত্বক উজ্জ্বল করে

আম ত্বকের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে। আম ভিটামিন সি, বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এর সবই স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য অপরিহার্য। প্রতিদিন আম খেলে তা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে, যা ত্বককে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. হৃদরোগ দূরে রাখে

আপনি কি জানেন প্রতিদিন একটি আম খেলে হৃদযন্ত্রের উন্নতি হয়? আম পটাসিয়াম সমৃদ্ধ এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে কাজ করে। এতে ম্যাগনেসিয়ামও প্রচুর থাকে, যা হার্ট ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন আম খেলে তা রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

৩. ওজন কমাতে সাহায্য করে

আপনার ওজন কমানোর ডায়েটে আম রাখতে পারেন। প্রতিদিন পরিমিত আম খেলে অর্থাৎ প্রতিদিন একটি করে খাওয়া হলে তা ওজন বজায় রাখতে সাহায্য করবে। এর কারণ হলো আম ফাইবার সমৃদ্ধ এবং দীর্ঘ সময় ধরে পেট ভরাতে সাহায্য করতে পারে।

৪. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে

আঁশের পরিমাণ এবং পুষ্টির কারণে প্রতিদিন একটি আম খাওয়ার অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে আমের মৌসুমে প্রতিদিন একটি করে আম খাওয়ার অভ্যাস করুন। এতে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা পাবেন।

এইচএন

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]