32165

05/21/2025 সিরাজগঞ্জে খামারিকে হত্যা করে ৪ গরু লুট

সিরাজগঞ্জে খামারিকে হত্যা করে ৪ গরু লুট

জেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ

২১ মে ২০২৫ ১১:০৬

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর এলাকায় অস্থায়ী খামারে ডাকাতির ঘটনায় এক বৃদ্ধ খামারি নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে সংঘটিত এই ঘটনায় খামার থেকে চারটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায় ডাকাতরা।

নিহত খামারি খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে তারা মিয়া।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, চাষাবাদ ও গরু পালনের জন্য তারা মিয়া তার নাতি মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ঘরে ঢুকে প্রথমে ইব্রাহিমকে বস্তাবন্দী এবং পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে চারটি গরু লুট করে তারা নৌকাযোগে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, যেখানে ডাকাতি হয়েছে, সেটা নির্জন ও চর এলাকা। ডাকাতদের চিহ্নিত করা খুবই কঠিন কাজ। আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন আছে৷

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]