32167

05/21/2025 লাস্যময়ী রূপে কিয়ারা

লাস্যময়ী রূপে কিয়ারা

বিনোদন ডেস্ক

২১ মে ২০২৫ ১১:৩৯

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি, যিনি ফ্যাশন সচেতনতা এবং অসাধারণ ফিগারের জন্য সর্বদাই নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়ে থাকেন। এবার ‘ওয়ার টু’ ছবির টিজারে তার হলুদ বিকিনি লুকে রীতিমতো উষ্ণতার পারদ চড়িয়েছেন।

বাস্তবে মাতৃত্বকালীন উচ্ছ্বাসে ভাসলেও, পর্দায় তার এই বোল্ড এবং আবেদনময়ী উপস্থিতি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে বেশ আলোচিত হচ্ছে। এই প্রথমবার কিয়ারার বিকিনি লুক নেটিজেনদের ঘুম কেড়ে নিয়েছে এবং ছবি মুক্তির আগেই তাকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

টিজারে দেখা যায়, হলুদ বিকিনিতে লাস্যময়ী রূপে কিয়ারাকে দেখা গেছে। এদিকে হৃতিক রোশানকে দেখা গেছে আরও তীক্ষ্ণ, স্টাইলিশ এবং পেশিবহুল রূপে। তার টানটান চেহারা, অতুলনীয় ব্যক্তিত্ব মুগ্ধ করেছে দর্শকদের।

তবে টিজারের ক্লাইম্যাক্সে জুনিয়র এনটিআরের আগমনই সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে – তিনি কি এই ছবির নায়ক নাকি খলনায়ক? দুই সুপারস্টারের মুখোমুখি হওয়া দর্শকদের জন্য এক দারুণ চমক নিয়ে আসছে, তা টিজারেই স্পষ্ট।

প্রসঙ্গত, আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘ওয়ার টু’। হৃতিক রোশানসহ ছবির অন্যান্য কলাকুশলীরা ইতোমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করেছেন। হৃতিকের পোস্টে তার বান্ধবী সাবা আজাদ এবং প্রাক্তন স্ত্রী সুজান খান নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]