32176

05/22/2025 সেরা একাদশে নেই ইয়ামাল-এমবাপে, আছেন ৪ পিএসজি তারকা

সেরা একাদশে নেই ইয়ামাল-এমবাপে, আছেন ৪ পিএসজি তারকা

ক্রীড়া ডেস্ক

২১ মে ২০২৫ ১৪:০৯

বেশ একটা বড় রকমের চমকই ফুটবল ভক্তদের উপহার দিয়েছে নিউইয়র্ক টাইমসের বিখ্যাত ক্রীড়া বিভাগ ‘দ্য অ্যাথলেটিক’। মৌসুম শেষের আগে তারা প্রকাশ করেছে নিজেদের বর্ষসেরা একাদশ। আর সেটা রীতিমত ধাক্কাই দিয়েছে ফুটবলের ভক্তদের।

দ্য অ্যাথলেটিকোর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি এই মৌসুমে দুর্দান্ত আলো ছড়ানো দুই তারকা লামিনে ইয়ামালের। স্প্যানিশ এই তরুণকে অনেকে বছর শেষে ব্যালন ডি’ অরের জন্য যোগ্য বিবেচনা করলেও তাকে চূড়ান্ত স্কোয়াডে রাখছে না দ্য অ্যাথলেটিক। একাদশে নেই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে যাওয়া কিলিয়ান এমবাপে বা ভিক্টর গিয়োকেরেসের নাম।

রিয়ালের হয়ে এ মৌসুমে কোনো ট্রফি জেতা হয়নি এমবাপের। তবে ব্যক্তিগত অর্জনের খাতাটা ঠিকই সমৃদ্ধ করেছেন তিনি সুযোগ আছে তার। বর্তমানে চলতি মৌসুমে এমবাপের গোল ২৯টি। মাদ্রিদের শুভ্র জার্সিতে অভিষেক মৌসুমে এরচেয়ে বেশি গোল নেই আর কারোরই।

লামিনে ইয়ামাল এবং কিলিয়ান এমবাপেকে ছাড়া গড়া আক্রমণভাগে আছেন রাফিনিয়া, ওসমান ডেম্বেলে এবং মোহাম্মদ সালাহ। রাফিনিয়াকে দ্য অ্যাথলেটিক বেছে নিয়েছে তাদের বর্ষসেরা ফুটবলার হিসেবে। মাঠের বামপ্রান্তে তার উপস্থিতি নিশ্চিত হয়ে যায় সেখানেই। ডানপ্রান্তে ইয়ামালের জায়গায় আছেন মিশরের তারকা মোহাম্মদ সালাহ।

প্রিমিয়ার লিগে অসামান্য পারফরম্যান্সের সুবাদে মোহাম্মদ সালাহকে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের সম্মান দিচ্ছে দ্য অ্যাথলেটিক। আর সেন্টার ফরোয়ার্ডে থাকছেন পিএসজি তারকা উসমান ডেম্বেলে। ফ্রেঞ্চ লিগে এবং চ্যাম্পিয়ন্স লিগে তার দাপুটে পারফরম্যান্স তাকে নিয়ে এসেছে স্ট্রাইকার পজিশনে। যদিও তার স্বাভাবিক অবস্থান রাইট উইঙ্গার হিসেবেই।

তিন মিডফিল্ডার হিসেবে অ্যাথলেটিকের স্কোয়াডে আছেন আর্সেনালের ডেক্লান রাইস, পিএসজির ভিতিনহা এবং বার্সেলোনার পেদ্রি। মাঝমাঠ নিয়ে খুব একটা প্রশ্নের সুযোগ রাখেনি দ্য অ্যাথলেটিক। প্রত্যেকেই এই মৌসুমে ছিলেন নিজ নিজ দলের বড় ভরসা।

ডিফেন্সেও প্রশ্নের অবকাশ রাখেনি তারা। পিএসজির দুই ফুলব্যাক নুনো মেন্ডেস এবং আশরাফ হাকিমি আছেন নিজ নিজ পজিশনে। সেন্টারব্যাকে রাখা হয়েছে লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক ও ইন্টার মিলানের বাস্তোনিকে। আর গোলরক্ষক হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া।

দ্য অ্যাথলেটিকের বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: থিবো কর্তোয়া
রক্ষণ: নুনো মেন্ডেস, বাস্তোনি, ভার্জিল ভ্যান ডাইক, আশরাফ হাকিমি
মধ্যমাঠ: ডেক্লান রাইস, ভিতিনহা, পেদ্রি
আক্রমণভাগ: রাফিনিয়া, দেম্বেলে, মোহাম্মদ সালাহ

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]