32196

05/22/2025 রাতে টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা

রাতে টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা

জেলা সংবাদদাতা, ঠাকুরগাঁও

২২ মে ২০২৫ ১০:২৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণ না করে রাতে বাড়িতে নেওয়ার সময় আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২১ মে) রাত সাড়ে ৮টার সময় উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আধা কিলোমিটার দূরে রাস্তায় এগুলো আটকে দেওয়া হয়। এ সময় একজনকে আটক করা হয়। পরে লোকজন মালপত্র ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে আসে। এ ইউনিয়নের আওতায় টিসিবির স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী রয়েছেন ৭৫৫ জন।

তবে সরকারের বরাদ্দকৃত টিসিবির পণ্য আটকের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও তথ্য পেয়ে ঘটনাস্থলে যায়নি উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (১৫ মে) কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করেন মাহিম ট্রেডার্স প্রতিষ্ঠানের টিসিবি ডিলার আব্দুল আওয়ালসহ তার লোকজন। প্রতিটি প্যাকেজে দেওয়া হয় চাল, ডাল, তেলসহ নির্ধারিত পণ্য। কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করার পরেও বেশকিছু প্যাকেজ থেকে যায়।

এ সময়ে উপস্থিত কার্ডবিহীন লোকজন টিসিবি পণ্য ক্রয় করতে চাইলে দেয়নি ডিলার। ডিলার কার্ডের বাইরে কোনো পণ্য দেওয়া হবে না জানিয়ে প্যাকেজগুলো ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে দেন। পরে বুধবার রাতে টিসিবি পণ্যগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় পথে স্থানীয়রা তাকে আটকে ফেলেন।

স্থানীয়রা অভিযোগে বলেন, যেসব মালামাল বিতরণ হয়নি। সেই পণ্যগুলো আজ রাতে ইউনিয়ন পরিষদ থেকে বের করে নিয়ে যাচ্ছিল মাহিম ট্রেডার্সের টিসিবি ডিলার আব্দুল আওয়ালের লোক রাজু। পরে এলাকাবাসী আটক করে প্রশাসনকে খবর দেয়। ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চৌকিদারের কাছে চাবি নিয়ে ডিলারের সঙ্গে যোগসাজশ করেই রুম থেকে রাজু টিসিবির মালামালগুলো নিয়ে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে।

এ বিষয়ে ভানোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, টিসিবির পণ্য সামগ্রী ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছিল। কিন্তু নিয়ে যাওয়ার বিষয়ে তিনি অবগত নন। স্থানীয়রা আটকে দিয়েছে। তিনি ইউএনওকে অবগত করেছেন। কাউকে না অবগত করে ইউপি কার্যালয় থেকে টিসিবির পণ্য নিয়ে যাওয়ায় তিনিও ক্ষুব্ধ।

আর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, ইউপি চেয়ারম্যানকে উদ্ধার হওয়া মালামালগুলো ইউপি কার্যালয়ে রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]