32284

05/25/2025 দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে ‘নো’: জামায়াত আমির

দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে ‘নো’: জামায়াত আমির

জেলা সংবাদদাতা, মৌলভীবাজার

২৫ মে ২০২৫ ১৪:৪৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মানবিক করিডোর নো, বন্দর নো, দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হ্যা বলবো না, দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে নো।’ আজ রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

করিডোর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘যদি এটা করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে করতে হবে। আর এখন করিডোরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে, সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে করতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন, এমন একটি নির্বাচন হবে, যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দেবে। কেউ বলবে না তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলীসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

এর আগে জামায়াত আমির কুলাউড়া উপজেলা জামায়েতের আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া তাঁর কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে আরও ৪টি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]