32285

05/26/2025 পিএসএলের ফাইনালে আজ মুখোমুখি লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

পিএসএলের ফাইনালে আজ মুখোমুখি লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

ক্রীড়া ডেস্ক

২৫ মে ২০২৫ ১৪:৫৭

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনালে আজ মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুঃসংবাদ মিলল পাকিস্তানের সংবাদমাধ্যমে।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, লাহোরে আজ অনেক বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে লাহোর-কোয়েটা ফাইনালে বারবার বাগড়া দেবে বৃষ্টি। হয়তোবা আজ পুরো দিনটাই ভেসে যেতে পারে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চোখ থাকবে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের। কারণ, লাহোর কালান্দার্স দলে আছেন তিন বাংলাদেশি সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

লাহোরের আবহাওয়া গতকাল থেকেই খারাপ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী শহরের বিভিন্ন অংশে ধূলিঝড়, ভারী বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় সময় গতকাল বিকেল ৪টায় ঝড় আঘাত হেনেছে লাহোরে।

উল্লেখ্য, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ২ লাখ ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা)। লাহোরের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি ও কোয়েটার অধিনায়ক সৌদ শাকিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]