32357

05/29/2025 পারমাণবিক যুদ্ধ থেকে ‘অনেক দূরে’ ছিল ভারত-পাকিস্তান

পারমাণবিক যুদ্ধ থেকে ‘অনেক দূরে’ ছিল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২৫ ১৬:৪৩

সাম্প্রতিক উত্তেজনার সময় ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধ থেকে ‘অনেক দূরে’ ছিল। কেননা ভারত কেবল পাকিস্তানে খুবই স্বল্প পরিসরে হামলা চালিয়েছে।

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর হিন্দুস্তান টাইমসের।

জার্মানি সফরের সময় ফ্রাঙ্কফুর্টার অলগেমেইন জেইতুং সংবাদপত্রকে জয়শঙ্কর বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ ‘খোলামেলা’ এবং দুদেশের মধ্যে সংঘর্ষের ফলে পারমাণবিক সমস্যা তৈরির মতো গল্প ‘সন্ত্রাসবাদের মতো ভয়াবহ কার্যকলাপকে উৎসাহিত করে।

ভারত ও পাকিস্তান পারমাণবিক সংঘাতের কতটা কাছাকাছি ছিল-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক, অনেক দূরে... আমরা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছিলাম। আর সেগুলো খুব পরিমাপিত, সাবধানতার সঙ্গে বিবেচনা করা এবং অ-উত্তেজক পদক্ষেপ ছিল।

তিনি বলেন, সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহরগুলোতে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকা পাকিস্তানি নাম এবং স্থান দিয়ে পূর্ণ এবং এই স্থানগুলোকেই আমরা লক্ষ্যবস্তু করেছি।

পাকিস্তানে এ সন্ত্রাসবাদ রাষ্ট্রের মাধ্যমে সমর্থিত, অর্থায়ন, সংগঠিত এবং ব্যবহৃত হয়। এমনকি তাদের সামরিক বাহিনীও তা করে।

গত এপ্রিল মাসে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে গত ৭ মে পাকিস্তানের নয়াটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

পাল্টা জবাবে ইসলামাবাদও ব্যাপক ড্রোন হামলা চালায় নয়াদিল্লিতে। চার দিন ধরে উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]