32358

05/29/2025 এমবাপ্পের সাতে সাত, সামনে শুধু মেসি আর লেভা

এমবাপ্পের সাতে সাত, সামনে শুধু মেসি আর লেভা

ক্রীড়া ডেস্ক

২৭ মে ২০২৫ ১৭:০১

ফ্রেঞ্চ লিগ আঁতে কিলিয়ান এমবাপ্পের নামের সঙ্গে এই তকমাটা প্রথম যোগ হয়েছিল ২০১৯ সালে। ২০১৮-১৯ মৌসুমে পিএসজির হয়ে ৩৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ২০ বছর বয়সী এমবাপ্পে।

সেই শুরু, লিগ মানেই কিলিয়ান এমবাপ্পের সর্বোচ্চ গোলদাতা হওয়া। ফ্রেঞ্চ লিগ আঁ ছেড়ে সর্বশেষ মৌসুমে লা লিগা দল রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি স্ট্রাইকার। সেখানেও এমবাপ্পে মৌসুম শেষ করলেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে।

৩৪ ম্যাচে ৩১ গোল করে শুধু পিচিচি ট্রফিই জেতেননি এমবাপ্পে, ইউরোপের সব লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন শু–ও জিতেছেন। লিগ আঁ ও লা লিগা মিলিয়ে সাতবার সর্বোচ্চ গোলদাতা হলেও এবারই প্রথম ইউরোপের সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন শু পেলেন এমবাপ্পে।

দুই লিগ মিলিয়ে টানা সাতবার সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপ্পেকে এখন হাতছানি দিচ্ছে বড় এক রেকর্ডও। রেকর্ডটা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশিবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার। যে রেকর্ডটা এখন ভাগাভাগি করছেন লিওনেল মেসি ও রবার্ট লেভানডফস্কি। দুজনই আটবার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি আটবারই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বার্সেলোনার হয়ে। ২০০৯-১০ মৌসুমে ৩৪ গোল করে প্রথমবার লা লিগার সর্বোচ্চ গোলদাতা হন মেসি। এরপর সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ৩০ গোল করে অষ্টম ও সর্বশেষ বারের মতো পিচিচি ট্রফি জেতেন। মেসির ক্যারিয়ার এখন সায়াহ্নে, খেলেন যুক্তরাষ্ট্রে। ইউরোপের ফুটবলে তাঁর আবার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

এমবাপ্পে কিংবা লেভানডফস্কি এ সুযোগটা নিতে পারেন কি না, সেটিই দেখার। বুন্দেসলিগায় ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের হয়ে সাতবার সর্বোচ্চ গোলদাতা হওয়া লেভানডফস্কি লা লিগায়ও একবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। মাত্রই শেষ হওয়া মৌসুমে লা লিগায় এমবাপ্পের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন লেভাই। এমবাপ্পের চেয়ে ৪টি গোল কম করেছেন বার্সার পোলিশ স্ট্রাইকার। আগামী মৌসুমে এমবাপ্পেকে থামিয়ে লেভা কি পারবেন মেসিকেও ছাড়িয়ে যেতে?

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]