32646

01/13/2026 জর্ডানকে রুখে দিলো বাংলাদেশের নারীরা

জর্ডানকে রুখে দিলো বাংলাদেশের নারীরা

ক্রীড়া ডেস্ক

৪ জুন ২০২৫ ০৯:১৯

দুই দু’বার পিছিয়ে পড়েও স্বাগতিক জর্ডানকে ২-২ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এতে আম্মানে অনুষ্ঠিত ত্রিদেশীয় আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচেও অপরাজিত থাকলো আফঈদা খন্দকারের দল।

আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই লিড নেয় র‍্যঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডান। অবশ্য বিরতির আগে শামসুন্নাহার জুনিয়রের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

বিরতির পর আবারও এগিয়ে যায় জর্ডান। তবে ম্যাচের শেষ দিকে শাহেদা আক্তার রিপার গোলে ড্রয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে, ২০২১ সালে জর্ডানের বিপক্ষে শেষ দেখায় ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার তাদের মাটিতে ২ গোল দেয়ার সঙ্গে ড্রয়ের সন্তুষ্টি পিটার বাটলার শিষ্যদের। আসরে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশুন্য ড্র করেছিল বাংলাদেশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]