3265

03/13/2025 পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান

পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান

জেলা সংবাদদাতা, গাজীপুর

১৯ আগস্ট ২০২১ ০০:৪৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত বিভিন্ন কলেজের অকৃতকার্য হওয়া সম্মান শ্রেণির শিক্ষার্থীরা পাস করানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে। ইচ্ছাকৃতভাবে তাদের অকৃতকার্য করানো হয়েছে বলে তাদের অভিযোগ।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানান, পরীক্ষার ফলাফল পূর্ণমূল্যায়নের জন্য নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা লিখিতভাবে দাবি জানাতে পারে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সে কথা বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী সেরকম কিছু দাবি করেনি।

বুধবার (১৮ আগষ্ট) গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা তাদের পাস করানোর দাবিতে বিক্ষোভ করেছে।

কারমাইকেল কলেজের গণিতের (সম্মান) ছাত্র মো. ফিরোজ ও শেখ বোরহান উদ্দিন কলেজের হিসাববিজ্ঞানের ছাত্র আবদুল্লাহ হোসেনসহ একাধিক শিক্ষার্থী জানান, তারা এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তারা পরীক্ষার ফলাফলের তালিকা দেখান। সারা দেশে তাদের মতো ৬০ হাজার শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। তাদের ভাষ্য, ইচ্ছাকৃতভাবে তাদের অকৃতকার্য করানো হয়েছে। এক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পাস করানোর দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব করা হয়েছে। তবে এতে শিক্ষার্থীরা রাজি হয়নি। পরিস্থিতির দিকে তারা সর্তক নজর রাখছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]