3282

03/13/2025 ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২১ ০১:৩৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের ছাত্রী শারমিন আক্তার।

শুক্রবার (২০ আগষ্ট) সকাল ৯টার দিকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই হায়াতুন্নবী সায়েম বলেন, ‘গত পাঁচ দিন আগে শারমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়। তারপর আমরা হাসপাতালে নিয়ে আসি কিন্তু আমার বোনকে বাঁচাতে পারলাম না। আজ সকালে সে আমাদের ছেড়ে চলে গেছেন।’

শারমিনের সহপাঠী তাজিউল ইসলাম বলেন, ‘গত রমজান মাসে শারমিন ক্রিটিক্যাল প্রবলেম অপারেশনের পর আইসিইউ থেকে সুস্থ হয়ে ফিরে আসলো। সেই মানুষটা সামান্য ডেঙ্গুর কাছে হার মেনে চলে গেল৷’

কুমিল্লার নাঙ্গলকোটের মেয়ে শারমিন ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের আবাসিক ছাত্রী ছিলেন তিনি।

শারমিনের মৃত্যুর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি খবর। পরিস্থিতি যেহেতু ভালো না শিক্ষার্থীদের সচেতন থাকার অনুরোধ করছি। একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা আমাদের জন্য সত্যিই মর্মান্তিক।’ তিনি আরও বলেন, ‘শারমিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার বিদেহী আত্মার শান্তির জন্য আমরা সবাই দোয়া করি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]