3374

04/02/2025 মাশরাফির বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি ই-অরেঞ্জ গ্রাহকদের

মাশরাফির বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি ই-অরেঞ্জ গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট ২০২১ ০১:০৭

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের ‘প্রতারণার শিকার’ হয়ে গ্রাহকরা প্রতিষ্ঠানটির সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেটার দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (২৭ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে হাজারো গ্রাহক মানববন্ধন ও সমাবেশের পর এই হুঁশিয়ারি দেন।

সমাবেশে ভুক্তভোগী গ্রাহকরা জানান, মাশরাফি বিন মোর্ত্তজা ই-অরেঞ্জের ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তিনি একজন ভালো মানুষ। তাকে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে দেখে গ্রাহকরা টাকা বিনিয়োগ করে পথে বসেছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পণ্য বা টাকা ফেরত দাবি করেন। নাহলে সংসদ সদস্য মাশরাফির বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।

এক গ্রাহক বলেন, ‘এখানে যে হাজারো মানুষ দেখছেন, আমরা সবাই মাশরাফিকে দেখে ই-অরেঞ্জের ওপর আস্থা রেখেছিলাম। এর দায় তাকেও নিতে হবে। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নিলে তার (মাশরাফি) বাড়ির সামনে গিয়ে আন্দোলন করব।’

সমাবেশে ভুক্তভোগীরা আরও বলেন, দেশে ই-কমার্সের সুসময়ে কিছু হায়েনা নিজেদের পকেট ভারী করতে শুরু করেছে। প্রতারণা করে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে। দ্রুত তাদের বিচার করতে হবে এবং গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]