পশ্চিমা বিশ্বের তারকাদের অনেকেই কিশোরী বয়সে কুমারিত্ব হারিয়েছেন। কেউ কেউ হয়েছেন গর্ভবতীও। এরকম কথা শোনা গিয়েছিল বলিউডের এক তারকার ক্ষেত্রেও। তিনি কারিনা কাপুর। গুঞ্জন রয়েছে মাত্র ১৪ বছর বয়সে স্কুলে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কারিনা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কারিনার জন্মের আগেই সম্পর্কে ভাটা পড়ে তার বাবা-মা রণধীর ও ববিতা কাপুরের। তার জন্মের কয়েক বছর পর আলাদা হয়ে যান তারা।
রনধীরের বাড়ি থেকে দুই মেয়ে কারিনা-কারিশমাকে নিয়ে বেরিয়ে আসেন ববিতা। কারিনার শিক্ষাজীবন শুরু হয় যমুনাবাই নার্সি স্কুলে। পরে তাকে পাঠানো হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে। ওই স্কুলে দীর্ঘ সময় ছিলেন তিনি।
ওয়েলহাম গার্লস স্কুলে নবম শ্রেণিতে পড়াকালীন কারিনার বয়স ছিল ১৪। গুঞ্জন রয়েছে ওই সময় আচমকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। সন্তানের বাবা হিসেবে কার নাম উঠেছিল জানেন? হৃতিক রোশনের।
বলিপাড়ায় এ নিয়ে তখন তুমুল ফিসফাস চলেছে। যদিও এর কোনো সত্যতা মেলেনি তখন। কারিনাও মুখ বন্ধ রেখেছিলেন। তাই আজও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। যদিও ধনীর বখে যাওয়া সন্তান হিসেবে বদনাম ছিল অভিনেত্রীর।
ডিএম /সীমা