33855

07/03/2025 বিএনপি নেতাকে ফিল্মি স্টাইলে হত্যা, মাথা ভেদ করে বেরিয়ে গেছে গুলি

বিএনপি নেতাকে ফিল্মি স্টাইলে হত্যা, মাথা ভেদ করে বেরিয়ে গেছে গুলি

নিজস্ব প্রতিবেদক

২ জুলাই ২০২৫ ১৫:২৯

ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন উর রশিদ ওরফে হারুন মাস্টারকে ফিল্মি স্টাইলে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে চার রাউন্ড গুলির চিহৃ দেখা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (২ জুলাই) ভোর ৬টার দিকে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন মাস্টার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আহ্বায়ক কমিটির উপদেষ্টা। তাছাড়া বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবের কর্মরত ছিলেন। সেই স্কুল থেকে আর ১৭ দিন পরে অবসরে যাওয়ার কথা ছিল তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ফজরের নামাজের পর প্রতিদিনের মতো পদ্মা নদীর পাড়ে হাঁটছিলেন হারুন মাস্টার। এসময় হঠাৎ করে দ্রুত গতির দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাকে ঘিরে ফেলেন। মুহূর্তেই তাকে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন, বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তন্বি জানান, একটি গুলি নিহতের মাথা ভেদ করে গাল দিয়ে বের হয়ে গেছে। তার শরীরের প্রায় চার রাউন্ড গুলির চিহ্ন পাওয়া গেছে।

এদিকে হারুন মাস্টারের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার সহকর্মী ও রাজনৈতিক নেতারা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনার পর নয়াবাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল এবং হাসপাতালেও গিয়েছি। প্রাথমিক সুরতহাল করে জানতে পেরেছি চারটি গুলি ও ৫-৬ টি ধারালো অস্ত্রের কোপ রয়েছে নিহতের শরীরে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]