33871

07/03/2025 ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে যা বলছে হামাস

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে যা বলছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

২ জুলাই ২০২৫ ১৮:৩২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে ইসরায়েল। এই অস্থায়ী চুক্তি কার্যকর হলে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে যুদ্ধবিরতির ‘চূড়ান্ত প্রস্তাবে’ রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২ জুলাই) ভোরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, ‘ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধ স্থায়ীভাবে শেষ হয়।’

তিনি আরও বলেন, ‘কাতার ও মিসর শান্তি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের কাছ থেকেই আসবে চূড়ান্ত প্রস্তাব। আমি আশা করি হামাস এই প্রস্তাব মেনে নেবে। কারণ যদি তারা তা না করে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’

এদিকে ট্রাম্পের এই প্রস্তাবে প্রতিক্রিয়ায় হামাসের কর্মকর্তা তাহের আল নুনু জানিয়েছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে এমন যেকোনো ধরনের চুক্তির জন্য ‘প্রস্তুত ও আগ্রহী’ হামাস।

তিনি বলেছেন, ‘হামাস যেকোনো উদ্যোগ গ্রহণ করতে প্রস্তুত, যা স্পষ্টতই এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের দিকে পরিচালিত হবে।’

নাম প্রকাশ না করার শর্তে মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের প্রস্তাবটি নিয়ে আলোচনা করার জন্য আজ বুধবার কায়রোতে হামাসের একটি প্রতিনিধিদল মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে ট্রাম্পের পোস্টে প্রতিক্রিয়ায় ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল। আলোচনায় মধ্যস্থতা করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। তবে আলোচনায় দীর্ঘদিন অগ্রগতি হয়নি। কারণ, ইসরায়েল চায় যুদ্ধবিরতির পরও গাজায় সামরিক অভিযান চালানোর সুযোগ থাকুক। কিন্তু হামাস বলছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া তারা কোনো অস্থায়ী চুক্তি মেনে নেবে না।

এদিকে কাতার ও মিসর এখনো চেষ্টা করছে দুই পক্ষের মতপার্থক্য দূর করতে। তারা চায়, মানবিক পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত চুক্তি হোক।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]